ফাইনাল খেলা হলো না বাংলা টাইগার্সের

আবুধাবী থেকে ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

ফাইনালে খেলা হলো না বাংলা টাইগার্সের। আবুধাবী টি-টেন লিগের এবারের আসরে বেশ ভাল দল গড়েছিল বাংলার দলটি। কোচিং স্টাফেও নিয়েছিল বিশ্বের সেরা সব মুখ। কিন্তু মাঠের লড়াইয়ে আর পেরে উঠেনি বাংলাদেশের দলটি। গতকাল আবুধাবী শেখ জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে স্বাগতিক টিম আবুধাবীর কাছে ৭ উইকেটে হেরে শেষ হয়ে যায় বাংলা টাইগার্সের শিরোপা জয়ের স্বপ্ন। এখন তিন নম্বর পজিশনের জন্য খেলতে হবে বাংলা টাইগার্সকে। আগের ম্যাচেও ব্যাটে- বলে দুর্দান্ত খেলা বাংলা টাইগার্স গতকাল যেন পথ হারিয়ে ফেলেছিল। ব্যাটিং এবং বোলিং দু বিভাগেই একেবারে ছন্নছাড়া বাংলা টাইগার্স। যার পরিণতি শিরোপা জেতার স্বপ্ন শেষ। বলতে গেলে স্বাগতিক টিম আবুধাবীর বোলারদের সামনে যেমন দাঁড়াতে পারেনি বাংলা টাইগার্সের ব্যাটাররা তেমনি টাইগার্স বোলারদের রীতিমত তুলোধুনো করেছে আবুধাবীর ব্যাটাররা। দলটির আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিং ব্যাটে ঝড় তুললেন আরো একবার। এই ব্যাটসম্যানের ঝড়ে ছত্রখান বাংলার বোলাররা। স্বাগতিকদের সহজ জয়ের নায়ক এই ব্যাটার। অবশ্য তার আগে দলের বোলাররা দারুন মঞ্চ তৈরি করে দিয়েছিল ।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলা টাইগার্স শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারের প্রথম বলেই ফিরেন ওপেনার চার্লস জনসন। অধিনায়ক ফাফ ডুপ্লেসিস নেমেই দুটি চার মেরে ভাল কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু পরের ওভারেই তিনি ফিরলেন ৮ বলে ১২ রান করে। এরপর এডওয়ার্ডসের সে ওভারে ফিরেন উইল জেকসও। ১৬ রানে তিন উইকেট হারিয়ে তখন চাপে বাংলা টাইগার্স। সে চাপ আরো বাড়ায় উইল স্মিড ফিরে এলে। ৩.১ ওভারে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে যখন দারুন চাপে বাংলা টাইগার্স তখন হাল ধরেন ইনিংস ওপেন করতে নামা টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার হজরতুল্লাহ জাজাই। একাই টেনে নিয়ে গেলেন তিনি দলকে। শেষ পর্যন্ত তার ব্যাটিং দৃঢ়তায় বড় লজ্জা থেকে রক্ষা পেয়ে নিজেদের স্কোরটাকে ১০১ রানে নিয়ে যায় বাংলা টাইগার্স। জাজাই এর ব্যাট থেকে আসে অপরাজিত ৬৬ রান। ৩৭ বলের এই ইনিংসটিতে তিনি ৫টি চার এবং ৪টি ছক্কা মারেন। শেষ দিকে বিনি হাওয়েল ১১ বলে করেন ১৪ রান।
জবাবে ব্যাট করতে নামা টিম আবুধাবীর দুই ওপেনার পল স্টার্লিং এবং ফিল সল্ট শুরু থেকেই ঝড় তুলতে থাকে। বিশেষ করে পল স্টার্লিং ছিল মুর্তিমান আতংক। শুরু থেকেই ঝড় তোলা এই আইরিশ শেষ পর্যন্ত ফিরেছেন বটে। তবে ততক্ষনে বেশ দেরি হয়ে গেছে। হাওয়েল এসে পল স্টার্লিংকে যখন থামান তখন টিম আবুধাবীর সংগ্রহ ২৯ বলে ৮১। যেখানে পল স্টার্লিংয়ের অবদান ২০ বলে ৫৭। যেখানে তিনি ৫টি চার এবং সমান সংখ্যক ছক্কা মেরেছেন। পরের ওভারে আরেক ওপেনার ফিল সল্টকে ফেরান ইসুরু উদানা। তিনিও ফেরার আগে ঝড় তোলে যান। ১২ বলে একটি চার এবং দুইটি ছক্কার সাহায্যে ২৪ রান করেন সল্ট। দল যখন জয় থেকে এক রান দুলে তখন বোল্ড হয়ে ফিরেন লিভিংস্টোন। হাওয়েলের দ্বিতীয় শিকার হন তিনি। আর একবল পরেই জয় নিশ্চিত করে আসেন ইনগ্রাম। ক্রিস গেইল অপরাজিত ছিলেন ৪ বলে ৯ রান করে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস তায়কোয়ানডো লিগ ১৮ ফেব্রুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধকল্লোল ও নওজোয়ানের জয়লাভ