যুক্তরাজ্যে অনুমোদন পাওয়া ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ। দেশের জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে তারা টিকা নেওয়ার পর একথা প্রকাশ্যে জানাতেও পারেন বলে রাজ উপদেষ্টাদের বরাত দিয়ে জানিয়েছে টাইমস পত্রিকা। ৯৪ বছর বয়সী রানি এলিজাবেথ ও তার স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ শুরুতেই টিকা পাচ্ছেন। রাজপরিবারের সদস্য হওয়ায় বাড়তি সুবিধা নয় বরং অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদেরকে আগে টিকা দেওয়ার সরকারি পরিকল্পনা অনুযায়ীই শুরুতে টিকা পাচ্ছেন তারা। ব্রিটিশ সমাজে রানি খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। টিকা নেওয়ায় তার প্রকাশ্য সমর্থন অনলাইনে টিকা নিয়ে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তি দূর করে জনগণের কাছে জোরাল ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। খবর বিডিনিউজের। যুক্তরাজ্যে ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছে এবং শনাক্ত হয়েছে ১৭ লাখের বেশি মানুষ। কোভিড-১৯ থেকে রেহাই পায়নি রাজপরিবারও। প্রিন্স চার্লস এবং তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এ বছরের শুরুর দিকেই কোভিড আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্য গত ২ ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।