প্রতারণার অভিযোগে শামীম আক্তার মুক্তা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। জেলা শিল্পকলা একাডেমির সামনে আমানত হাইটস থেকে গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজাদীকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানামূলে মুক্তাকে গ্রেপ্তার করেছি। তার গ্রেপ্তারের সংবাদ পেয়ে প্রতারণার বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষ থানায় আসছে। আদালতের নির্দেশে শামীম আক্তার মুক্তার বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে মুক্তার সাথে দ্বিতীয় আসামি লোকমানের বিয়ে হয। তাদের দুটি সন্তান আছে। এর মধ্যে বাদী আকিবুল ইসলাম আকিবের সাথে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয় মুক্তার। মুক্তা নিজেকে কুমারী দাবি করে আকিবের সাথে প্রেমের সম্পর্কে জড়ান। গত বছরের ৭ আগস্ট মুক্তা আকিবকে কৌশলে চকবাজার ডেকে আনেন। এ সময় লোকমানও ছিলেন। মুক্তা তাকে নিজের বড় ভাই বলে পরিচয় দেন। সেখানে নিকাহনামা সম্পাদনে আকিবকে বাধ্য করা হয়। নয়ত তাকে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। স্বামী-স্ত্রী লোকমান ও মুক্তা প্রতারণার উদ্দেশ্যে আকিবকে ফাঁসিয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়।
এভাবে বিভিন্ন জনকে ফাঁদে ফেলে মুক্তা প্রতারণা করে বেড়ান বলে তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই রাজিব পাল তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন।