ফসলি জমি থেকে মাটি কাটায় দুজনকে লাখ টাকা জরিমানা

ফটিকছড়ির কর্ণফুলী চা বাগান ।। ৪টি ট্রাক জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে ফসলি জমি থেকে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৪টি মিটি ট্রাক জব্দ করা হয়। গত শুক্রবার দিবাগত রাতে কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকায় ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।
তিনি বলেন, অভিযুক্ত মো. সাকিব ও মো. রফিকুল অপরাধ স্বীকার করায় তাদেরকে পৃথক দুটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে এমন কাজ না করা শর্তে মুচলেকা নেয়া হয়। তিনি আরও বলেন, জনস্বার্থ সংরক্ষণে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহারিকেন ইয়ানের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ২৩ মৃত্যু, ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার হত্যা মামলার দুই আসামি হাটহাজারী থেকে গ্রেপ্তার