পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র, মাইজভাণ্ডারী লেখক ও গবেষক মাওলানা ফরিদুল আলম জামী (৩৪) গত ২৩ জুলাই বাদ জুমা বাঁশখালীর নিজ বড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শান-এ গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, আমির ভাণ্ডার ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী ও সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদ, আমির ভাণ্ডার ১০ দিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল কমিটি, আমির ভাণ্ডার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, চরণদ্বীপ দরবার শরীফ, আহলা দরবার তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশ, ফরহাদাবাদ দরবার শরীফ, সাতগাছিয়া দরবার শরীফ, হাওলা দরবার শরীফ, নজির ভাণ্ডার শরীফ, হাফেজনগর দরবার শরীফ, মজু ভাণ্ডার শরীফ সহ বিভিন্ন দরবারের আউলাদ, সংগঠনের কর্মকর্তাবৃন্দ ও শাহসুফি সৈয়দ নুরুল হক শাহ আমিরভাণ্ডারী (ক.) এর আউলাদবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।