ফরিদারপাড়া থেকে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার ফরিদারপাড়া মাজার গলির পরিত্যক্ত একটি ফ্ল্যাট থেকে সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেননূর মোহাম্মদ (৪০), মো. আনোয়ার হোসেন (২২), আব্দুল হান্নান (৫৫), মো. রুবেল (২৫) ও মো. নাছির উদ্দিন (৪০)। গতকাল ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১০৪টি তাস ও ৭৯০ টাকা উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিশ্রুত সেবা প্রদানে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের উপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধ১২০০ যাত্রী নিয়ে রক্ষা পেল ‘বনলতা এক্সপ্রেস’