ফরিদ, ডলু, হাটহাজারী ও রামপুরের জয়

অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক  | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল শনিবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় জয় পেয়েছে ফরিদ ফুটবল একাডেমি, পশ্চিম ডলু ফুটবল একাডেমি, হাটহাজারী ফুটবল একাডেমি ও রামপুর ফুটবল একাডেমি। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় দিনের ১ম খেলায় ফরিদ ফুটবল একাডেমি ২১ গোলে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. তামিম রেজা ও মো. আবু সালেহ ১টি করে গোল করে। বিজিত দলের পক্ষে গোল করে কাজী মো. মুনতাকীম। সকালে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় পশ্চিম ডলু ফুটবল একাডেমি ২১ গোলে কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে শাহরিয়া নেওয়াজ একাই ২টি গোল করে। বিজিত দলের গোলদাতা আশরাফুল ইসলাম।

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে হাটহাজারী ফুটবল একাডেমি ৩০ গোলে কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল করে মোহাম্মদ মিশকাত, মো. মনির হোসেন ও মো. রিফাত।

দিনের ৪র্থ ও শেষ ম্যাচে রামপুর ফুটবল একাডেমি ৩০ গোলে বিহঙ্গ ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের তৌহিদুল ইসলাম আরমান, নুর হোসেন, এবং আবদুল্লাহ আল সাঈদ ১টি করে গোল দেয়।

আজ ৪ জানুয়ারি, রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে সকাল ৯.৩০টায় বড়উঠান ফুটবল একাডেমি বনাম পটিয়া ফুটবল একাডেমি, সকাল ১১টায় রাইজিং স্টার ফুটবল একাডেমি বনাম ডায়নামিক ফুটবল একাডেমি, দুপুর ২টায় ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি বনাম সন্ধান ফুটবল একাডেমি, বিকাল ৩.৩০ টায় দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি বনাম আর জি ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধবিজয় কাপ হকিতে নাসিরাবাদের জয়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মোগলেরহাট প্রিমিয়ার লিগের উদ্বোধন