ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে পৌঁছেছেন স্পেনের রাফায়েল নাদাল। প্যারিসের রোলাঁ গারোঁয় বুধবার প্রথম সেটে প্রতিরোধ গড়ে তোলেন ১৯ বছরের তরুণ সিনার। কিন্তু শেষ পর্যন্ত ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-১ গেমে ম্যাচ জিতে নেন প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল। শেষ চারে ৩৪ বছর বয়সী এই তারকার প্রতিপক্ষ দিয়েগো শয়ার্টসমান।
গত মাসে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে এই আর্জেন্টাইনের কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাদাল।
তবে রোলাঁ গারোঁয় সেমি-ফাইনালে হারের রেকর্ড নেই নাদালের। একই দিন পাঁচ ঘন্টারও বেশি সময়ের তুমুল লড়াইয়ে গত মাসে ইউএস ওপেন জেতা অস্ট্রিয়ার ডমিনিক টিমকে ৭-৬ (৭-১), ৫-৭, ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-৫), ৬-২ গেমে হারিয়ে শেষ চারে ওঠেন শয়ার্টসমান।