আর্যগুহা বিমুক্তি বিহার থেকে আগত ড. এফ দীপঙ্কর মহাথেরোর আগমনে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী নানা আয়োজনে একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ভান্তের শুভাগমনে মহাশোভাযাত্রা, ফরাঙ্গীরখিল সাতদিন্না আর্যবিমুক্তি মহাশ্মশানে অবস্থান। ১৮ ফেব্রুয়ারি পূজ্যভান্তের শিষ্যমণ্ডলীসহ পিণ্ডাচরণ, অষ্টপরিষ্কারক সংঘদান ও একক সদ্ধর্মদেশনা। ১৯-২৭ ফেব্রুয়ারি পূজ্যভান্তের শিষ্যমণ্ডলীসহ পিণ্ডাচরণ, পিণ্ড উৎসর্গ ও আশীর্বাদ প্রদান ও একক সদ্ধর্মদেশনা। শেষদিন পূজ্যভান্তের শিষ্যমণ্ডলীসহ পিণ্ডাচরণ, পিণ্ড উৎসর্গ ও আশীর্বাদ প্রদান ও ভান্তের প্রত্যাগমন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বিহার সেবক কমিটির সভাপতি রতন বড়ুযা, সাধারণ সম্পাদক লায়ন নিপু কান্তি বড়ুয়া, মাস্টার দুলাল কান্তি বড়ুয়া, অধ্যাপক মানিক বড়ুয়া, কমলেন্দু বড়ুয়া, বাচ্চু বড়ুয়া, যীশু বড়ুয়া, জয়ধন বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, রাজু বড়ুয়া, হিমু বড়ুয়া, সাগর বড়ুয়া, শীতল বড়ুয়া, সৌরভ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানের প্রতিটি পর্বে পূণ্যার্থীদের সার্বিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বিহার সেবক কমিটির সভাপতি রতন বড়ুযা, সাধারণ সম্পাদক লায়ন নিপু কান্তি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।