ফরহাদাবাদে ফ্রি মেডিকেল ক্যাম্প

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

ব্যাংকার ও সমাজসেবক জয়নাল আবেদীন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাটহাজারীর ফরহাদাবাদ ইউসুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প গত ১ মার্চ অনুষ্ঠিত হয়। ডা. মো. নিজাম মোর্শেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং এজেএম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনায় ক্যাম্পে প্রায় ৪শত দুস্থ রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিসিকের সাবেক জিএম জামাল নাসের চৌধুরী, সৈয়দ হাফেজ আহমদ, নাসির উদ্দিন চৌধুরী, শফিউল আজম চৌধুরী, নাজমুল হাসান চৌধুরী, সোয়েব চৌধুরী, জোনায়েদ মোরশেদ চৌধুরী, ডা. সাদমান মাহমুদ, ডা. নামিরা জান্নাত, অধ্যাপক ডা. কাজী জয়নাল আবেদীন প্রমুখ। উপস্থিত ছিলেন আলেয়া, নিজাম উদ্দীন, এনামুল হক সিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আলোকিত প্রজন্ম গড়ে তুলতে অভিভাবকের ভূমিকাই মুখ্য’
পরবর্তী নিবন্ধবন্যপ্রাণী সুরক্ষায় নাগরিকদের সচেতন হতে হবে