হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন সেফ হোমের উদ্যোগে প্রতিষ্ঠানে অবস্থানরত হেফাজতি মহিলা ও শিশু-কিশোরীদের জন্য গতকাল বুধবার পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। প্রতিষ্ঠানের উপতত্তাবধায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওয়াহিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. কামরুল হাসান, নার্স শিরিন ইসলাম, লাভলী বড়ুয়া, রাজিয়া সুলতানা, ফাহমিদা খাতুন, শিল্পী আকতার, নুরুন্নাহার, কহিনুর বেগম, মানিক পোদ্দার, নিপু দাশ প্রমুখ।