হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু–কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) মিলনায়তনে শেখ রাসেল দিবস উপলক্ষে ১৮ অক্টোবর দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ‘শেখ রাসেল আমাদেরই বন্ধু’–শীর্ষক রচনা প্রতিযোগিতা, ‘শেখ রাসেল আমাদেরই প্রতিচ্ছবি’–শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হেফাজতীদের উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও কেক কাটা।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদ, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস, মোঃ কামরুল হাসান ও রাজিয়া সুলতানা প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।