ফরহাদাবাদ দরবার শরীফে আনজুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়ার উদ্যোগে ও আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ‘সুন্নিয়ত ও তাসাউফভিত্তিক সমাজ বিনির্মাণ আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (ক.) অবদান’ শীর্ষক সেমিনার গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। শাহসূফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদীর পৃষ্ঠপোষকতায় এতে প্রধান অতিথি ছিলেন শাহসুফি সৈয়দ শফিউল বারী ফরহাদাবাদী। গবেষক ড. সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মওলানা কাজী হাবিবুর হোসাইন, মোবারক হাবিবুর রহমান, মো. এনাম উদ্দীন চৌধুরী, মো. খাইরুল হক মাষ্টার, মো. আমিন উল্লাহ, মো. এনাম মাইজভান্ডারী, মো. আবদুল মালেক সওদাগর, মো. আরমান, মো. নাঈম উদ্দীন প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন শাহসুফি সৈয়দ শফিউল বারী ফরহাদাবাদী। সেমিনারে বক্তারা বলেন, সুন্নিয়তের জমিনে আল্লামা ফরহাদাবাদীর অবস্থান অবিস্মরণীয়। প্রেস বিজ্ঞপ্তি।