হাটহাজারীর ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যান সমিতির দীর্ঘ মেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাহী সদস্য ও ফরহাদাবাদের সাবেক কৃতি ফুটবলার মুজিবুল আলম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য ও হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসহাক, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক হোসাইন মনজু, প্রশিক্ষক এরশাদুল আলম লাজুক মেম্বার, সাবেক ফুটবলার রোকন, বর্তমান সিনিয়র খেলোয়াড় সাকিবসহ অন্যান্য অতিথিবৃন্দ। দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ক্যাম্পে প্রায় ১০০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করছে ।












