ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান ফয়েজ আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী গত ২৯ জানুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিসেস তাহেরা বেগমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আহমেদ উল আলম চৌধুরী রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফাজ উদ্দিন আহমেদ চৌধুরী। স্কাউট শিক্ষিকা বদরুন নাহার ও কহিনুর খানমের নেতৃত্বে বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা মার্চ পাষ্টের মাধ্যমে অতিথিবৃন্দকে অভিবাদন জানান। উদ্বোধক আহমেদ উল আলম চৌধুরী রাসেল বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাট্টলী নরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য যথাক্রমে জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, সরওয়ারুল আলম চৌধুরী, অভিভাবক সদস্য মো. আসলাম ও শিক্ষক প্রতিনিধি মো. নুরুল আমিন, সহকারী প্রধান (ভারপ্রাপ্ত) অসিত কুমার দাশ, সিনিয়র শিক্ষক মকছুদুল করিম, সৈয়দ মামুনুল ইসলাম, মিসেস লুৎফুন নেছা, উপাধ্যক্ষ মিসেস রুবী আক্তার। বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতা ও একুশ হাউস এই দুটি হাউজে বিভক্ত হয়ে ৩০টি ইভেন্টের খেলাধুলায় অংশগ্রহণ করে। মাঠে খেলা পরিচালনা করেন ক্রীড়া আহ্বায়ক রোকসানা আক্তার ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী। হাউজের দায়িত্ব পালন করেন একুশ হাউজশিপ্রা সেনগুপ্তা, ফিরোজা খানম ও স্বাধীনতা হাউজসেলিনা আক্তার, রেহানা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পূর্ব রূপচাঁন্দ নগর কল্যাণ সমিতির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন