বোয়ালখালীর চরনদ্বীপ শীলপাড়া নিবাসী সমাজসেবক ফনিন্দ্র লাল শীল (১০২) গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পরলোকগমন করেছেন। সন্ধ্যায় অসুস্থতা বোধ করার পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ২ মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি- নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার দুপুরে বোয়ালখালীর পারিবারিক শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।