ফতেয়াবাদ স্পোর্টস ক্লাব ও চিটাগং কিংস যুগ্ম চ্যাম্পিয়ন

হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

| রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে জাগৃতির উদ্যোগ মোহাম্মদ রাশেদের পৃষ্ঠপোষকতায় রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। তবে ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোল শুন্য হওয়ায় এবং সময় স্বল্পতার দরুন ফতেয়াবাদ স্পোর্টস ক্লাব এবং চিটাগং কিংসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। ফাইনালে শেষে জাগৃতি সভাপতি ইফতেখার উদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন নিউরো সার্জন প্রফেসর ডা: মো. কামাল উদ্দিন, জাগৃতির সাবেক সভাপতি সোহরাওয়ার্দী চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট মো জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর এর যুগ্ম সম্পাদক মোরশেদুল ইসলাম চৌধুরী, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, হাটহাজারী উপজেলার জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন মুন্না, সাবেক সাধারণ সম্পাদক মো. ওসমান,বেকসন গ্রুপের সিইও জাহিদুল্লাহ তানভীর, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাফর ও সদস্য সচিব সোহেল রানা, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাইল জসিম, নাছিরুল আলম হেজাজী, সেলিম চৌধুরী মানিক, সেলিম উদ্দিন রিয়াজ, ফিরুজ মন্টু, কার্যকরী পরিষদের সদস্য মো. বোরহান উদ্দিন, জাহাংগীর আলম, হাদী মো. জমির উদ্দিন, মো. রায়হান, মো. মোরশেদ, মো. আনোয়ার সাদত মঞ্জু, মো. সালাউদ্দিন, আবু তাহের, মো. সাকিব হোসেন, আরফানুল হক বাদল, মো. হানিফ, গিয়াস উদ্দিন সহ টুর্নামেন্ট কমিটির সকল সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের জয়লাভ
পরবর্তী নিবন্ধবৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত