ফটোকপি রেখে মামলার মূল নথি পিবিআইকে দেয়ার নির্দেশ

মিতু হত্যা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যায় বাবুল আক্তারের মামলার নথির ফটোকপি রেখে মূল নথি পিবিআইকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ফটোকপি রেখেই মূল নথি যাতে পিবিআইকে দেয়া হয়, এ সংক্রান্ত একটি আবেদন করে বাবুল আক্তারের আইনজীবী। তারও আগে উক্ত মামলা অধিকতর তদন্তের দায়িত্ব পেয়ে জুডিশিয়াল হেফাজতে থাকা মামলার নথি চেয়ে আদালতে আবেদন করে পিবিআই। গত ৩ নভেম্বর মিতু খুনে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেয়া হয়। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু।

পূর্ববর্তী নিবন্ধচবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধসমাজই হলো সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের গবেষণাগার