ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আনুমানিক ৮০ হাজার ঘনফুট বালু জব্দ এবং ৪টি ড্রেজার মেশিন বিকল করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বাগান বাজার ইউনিয়ন ও নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। ৮০ হাজার ঘনফুট বালু জব্দ ও ৪টি ড্রেজার মেশিন বিকল করার ঘটনা নিশ্চিত করে তিনি জানান, জনস্বার্থ রক্ষায় সকল অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ভূজপুর থানা পুলিশ ও নারায়ণহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।