ফটিকছড়িতে সড়কে নিহত দুই ছাত্রীর পরিবারের পাশে সাইফুদ্দীন আল হাসানী

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির পাইন্দং এলাকায় জিপ চাপায় মিশু আক্তার ও নিশা মণি নামের দুই স্কুলছাত্রীর পরিবারকে সমবেদনা জানাতে গেছেন মাইজভাণ্ডার দরবারের মঈনীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (ম.জি.আ)। তিনি নিহত ছাত্রীদের স্বজনদের সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের জন্য বিশেষ মুনাজাত করেন। এ সময় তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে তৎপর হওয়ার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধআট প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ব্যাংকের কর্পোরেট শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা