ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

অস্ত্র ও অবৈধ সরঞ্জাম জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে অস্ত্র ও বিভিন্ন অবৈধ সরঞ্জামসহ মো. আব্দুল হালিম ইমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইমন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাহপুর ইউনিয়নের মোহাম্মদ শফি আলমের পুত্র। গত মঙ্গলবার রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্প আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়ির খোরশেদুল আলমের পুত্র মো. ইরফান ও একই এলাকার শফি আলমের পুত্র মো. আব্দুল হালিম ইমনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মো. ইরফানের ঘরে কিছু পাওয়া না গেলেও ইমনের ঘর থেকে ১টি রাইফেল, ৩টি রাইফেল এ্যামুনেশন, ৬টি পিস্তলের এ্যামুনেশন, ৭টি বন্দুকের কার্তুজ, ১১টি ব্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল, ১টি চাইনিজ কুড়াল, দুটি পাহাড়ি দা, ৭টি চাকু, ১টি চেইন, ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আসামি আব্দুল হালিম ইমন বর্তমানে লক্ষীছড়ি জোনে আছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাকে কাল (বৃহস্পতিবার) থানায় হস্তান্তর করা হবে।

ইমন ফটিকছড়ির উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ আল মাসুদ বলেন, তার ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা স্বেচ্ছাসেবক দলকে অবহিত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধদিনের আলোয় লোকালয়ে হাতি, জনমনে আতঙ্ক