ফটিকছড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

আইসিটি মামলা

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২২ জুন, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

ডিজিটাল সিকিউরিটি আইনে দায়েরকৃত মামলায় কারাগারে গেলেন ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগ নেতা রুস্তম আলী। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহুরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, ২০২০ সালের ১৬ জানুয়ারি রাতে বাগান বাজার ইউনিয়নের বড়বিল মতিননগর জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারীকে জড়িয়ে অপমানজনক মন্তব্য করেন অভিযোগ করে রুস্তম আলীর বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেন তরিকত ফেডারেশন কর্মী ওমর ফারুক। সেই মামলায় তিনি গ্রেপ্তার হলেন।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগান বাজার থেকে পাঁচবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান রুস্তম আলীকে গ্রেপ্তার করায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম রহমান।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর অর্থনৈতিক প্রভাব
পরবর্তী নিবন্ধহাইয়ান সিটি অবশেষে সিঙ্গাপুরের পথে