ফটিকছড়িতে সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৬:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকোতে সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ফটিকছড়ি-ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পথচারী। 

সোমবার (২৫ আগস্ট) দুপুরে দাঁতমারা হেঁয়াকো বাজারে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন- মো. বাবুল (৬০), আব্দুল মালেক অনু (৩৫) ও মো. শরিফ (২৮) প্রমুখ। তারা স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্বরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হেঁয়াকো বাজারে সরকারি জায়গা দখল-বেদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করে উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী সমর্থিত ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন গ্রুপ। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের আশ্বাসে উভয় গ্রুপ অবরোধ প্রত্যাহার করে।

এরআগে নুরুল আমীন ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর সমর্থিত নাছির উদ্দিন বিপ্লব গ্রুপের মধ্যে তুমুল সংর্ঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। থেমে থেমে প্রায় ১ঘন্টা ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।

ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন বলেন, হেঁয়াকো এলাকায় দলীয় নাম ভাঙিয়ে কোনো অবস্থায়ই চাঁদাবাজি বরদাশত করা হবে না। বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই ধরনের কোনো কার্যক্রমে আমি জড়িত নই ‘

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবির টহল জোরদার করা হয়েছে। আশা করি দু’পক্ষের বিরাজমান পরিস্থিতি শান্ত হবে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ১৪৪ ধারা জারির বিষয়ে ইউএনও বলেন, ‘আমরা এখনও ১৪৪ ধারা জারি করিনি। পরিস্থিতি পর্যাবেক্ষণ করছি। পরিস্থিতি বুঝে ১৪৪ ধারা জারি করার ব্যাপারে আলাপ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণ অবকাঠামো ও পরিবেশ রক্ষায় কাজ করবে ‘আমার গ্রাম
পরবর্তী নিবন্ধহাটহাজারীর হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার