ফটিকছড়িতে যুবককে গুলি করে হত্যা

আরো একজন গুলিবিদ্ধ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে নাছির নামে আরও একজন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেলাং ইউপির ৪নং ওয়ার্ডের শাহনগর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা বা কী কারণে তাদের গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তের গুলিতে তারা আহত হন। পরে ছোট জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে। নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লেলাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমেইলের জবাব গৃহীত হলো না, প্রার্থী বা প্রতিনিধিকে সশরীরে এসে জবাব দিতে হবে
পরবর্তী নিবন্ধপূর্বদেশ সম্পাদকের বাসভবনে হামলার ঘটনায় সিএনএর নিন্দা