চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসআই সাইফুল এবং মো: হাফেজ নামে দু’জনের মৃত্যু হয়েছে। ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের গাড়িটানা এলাকার দক্ষিণে দুটি মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত এসআই সাইফুল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় কর্মরত ছিলেন এবং একই ঘটনায় মো: হাফেজ নামে একজন মারা যান। এছাড়াও একই ঘটনায় কনস্টেবল আব্দুল্লাহ আল নোমানসহ দু’জন গুরুতর আহত হয়।
ফটিকছড়ি থানা সূত্রে জানা যায়- মানিকছড়ি থানার এসআই মো: সাইফুল এবং কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান মানিকছড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ফটিকছড়ি থানার দিকে আসছিল এবং নিহত হাফেজ ফটিকছড়ি থেকে মানিকছড়ি যাচ্ছিল এমন সময় গাড়িটানার দক্ষিণ পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিকছড়ি থানায় কর্মরত এসআই সাইফুল এবং হাফেজ নামে একজন মারা যায়। একই ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছে। বর্তমানে নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।












