বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ৫তম মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ফটিকছড়ির নানুপুরস্থ ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হবে। মাস্টার মুহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মুহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক থাকবেন মুহাম্মদ আলমগীর। প্রধান বক্তা থাকবেন আল্লামা পীরজাদা মুফতি বাকি বিল্লাহ আল আজহারী মাইজভাণ্ডারী (ম.)। বিশেষ বক্তা থাকবেন মুফতি সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী (ম.), মাওলানা মুহাম্মদ মঈন উদ্দীন (ম.)। বিশেষ অতিথি থাকবেন সৈয়দ ফরিদ উদ্দীন আহমদ, মুহাম্মদ শফিউল আলম। মিলাদ কেয়াম করবেন হাফেজ মাওলানা মুহাম্মদ এরশাদ, মুনাজাত পরিচালনা করবেন মাওলানা মুহাম্মদ হাবিব উল্লাহ।
মাইজভাণ্ডারী কালাম পরিবেশনায় মাইজভাণ্ডারী মরমী শিল্পী সৈয়দ মুহাম্মদ নাছির কাওয়াল ও সাজ্জাদ হোসাইন আরমান কাওয়াল। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












