বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাইন্দং সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণালী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা গীতাপাঠ, নৃত্য, গানসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মাঝে আজ পাইন্দং সূর্যগিরি আশ্রমের পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী। এসময় তিনি বলেন– সূর্যগিরি আশ্রম সব সময় মানুষের পাশে থেকে কাজ সামাজিক কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে তারা সব সময় নিয়োজিত। এখানে সম্পূর্ণ ব্যতিক্রম সার্বজনীন দুর্গা পূজা উদযাপন হয়ে থাকে প্রতিবছর। এসময় আরো উপস্থিত ছিলেন– সমবায় অফিসার শহিদ ভূইয়া, বরুণ কুমার আচার্য, তরুণ কুমার আচার্য, অর্চনা আচার্য, কৃষ্ণকলি আচার্য, প্রবীর আচার্য, মাষ্টার টিটু কুমার মহাজন, পার্থ ঘোষ, দেবাশীষ দেব, উজ্জ্বল দে, বিজয় আচার্য, নয়ণ দাস, রাজু শীল, লিটন দাশ, কাজল নাথ, সতনা চক্রবর্তী, রুবেল শীল, রণদীর শীল, রুপণা আচার্য প্রমুখ। অনুষ্ঠান শেষে গুণীজন সংবর্ধনা এবং শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।