ফটিকছড়িতে বন্ধুকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ১০ম শ্রেণীর শিক্ষার্থীর

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুকে পুকুর থেকে টেনে তুলতে গিয়ে নিজেই পানিতে ডুবে মারা গেল দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদুল ইসলামের (১৬)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈমাম উদ্দিন বলেন- বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের অদূর একটি ছোট পুকুরে সাতার কাটছিলো এমন সময় তার মধ্যে একজন পানিতে ডুবে যাচ্ছিল। তখন নাহিদ তাকে বাঁচাতে গিয়ে পানিতে নিখোঁজ হয়। পরে অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি আমাদের জানালে আমরা সেখানে যায় এবং রামগড় ফায়ার সার্ভিসের টিমও সেখানে উপস্থিত হন। নিখোঁজের কিছুক্ষণ পর ওই সেখানেই ওই শিক্ষার্থীর মৃতদেহ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধআখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু