ফটিকছড়ির কাঞ্চননগরে সমপ্রতি বজ্রপাতে নিহত দুজন এবং আহত দুজনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। গত রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে নিহত দুই পরিবারকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা এবং আহত দুই পরিবারকে ৫ হাজার করে ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে হতাহত পরিবারগুলোকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল হোসেন, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, শ্যামল, বাবর আলী, এস এস মাসুদ পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।