ফটিকছড়ির হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। সকালে বুদ্ধপূজাসহ বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যায় হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার ও সমাজ পরিচালনা কমিটির প্রকাশনায় এবং শিক্ষা সংস্কৃতি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজিত বড়ুয়ার সম্পাদনায় প্রথমবারের মত প্রকাশিত ‘উন্মেষ শিখা’র মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী এবং ইউপি সদস্য কাজী মোঃ শাহজাহান। শিক্ষক প্রদীপ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ ভদন্ত বোধিশ্রী স্থবির। স্বাগত বক্তব্য রাখেন– হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি পবিত্র বড়ুয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– কমিটির সিনিয়র সহ–সভাপতি রিপন বড়ুয়া, সাধারণ সম্পাদক দুদুল বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক সুকান্ত বড়ুয়া বিপুল, প্রভাষক সুজিত বড়ুয়া, বাবুন বড়ুয়া, যীশু বড়ুয়া, সুনীল বড়ুয়া, পুলিন বড়ুয়া, সানু বিকাশ বড়ুয়া, যতীন্দ্র বড়ুয়া, অশোক বড়ুয়া, রনজিত বড়ুয়া, উদয়ন বড়ুয়া, পংকজ বড়ুয়া, সাগর মুৎসুদ্দি রক্তিম, অনিমা বড়ুয়া প্রমুখ। পরে অতিথিবৃন্দ বর্ণাঢ্য ফানুস উৎসবে যোগ দেন।