ফটিকছড়ি পৌরসভায় পুকুরে ডুবে মো. জাবির (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাজু সুলতান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাবির ওই বাড়ির মো. জামালের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ৩টার দিকে জাবিরদের বাড়ির এক মহিলাকে সাপে কামড় দেয়। এ ঘটনায় পরিবারের সকল সদস্য ওই মহিলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সেই সুযোগে শারীরিক জটিলতা থাকা শিশু জাবির সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের কাছে চলে যায়। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়।
নিহত জাবিরের চাচা মো. মানিক জানান, পরিবারের সদস্যরা জাবিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে সামান্য দূরত্বের একটি পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর হোসেন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের অসাবধানতার মুহূর্তেই এমন একটি দুর্ঘটনা ঘটে গেল।