ফটিকছড়িতে দুই ছাত্রী নিহত : ছাত্রদের বিক্ষোভ

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ১:৩৮ অপরাহ্ণ

ফটিকছড়িতে হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের শতাধিক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তারা উপজেলা নির্বাহী পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করে।

এ সময় তারা- ‘আমার বোন মরলো কেন? জবাব চাই’। ‘বোন কেন কবরে? খুনি কেন বাইরে? প্রশাসনের জবাব চাই’। এভাবে নানা শ্লোগানে প্রতিবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বৃহস্পতিবার আরও ২১৭ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধনিলামে ইভ্যালির রেঞ্জ রোভার ১ কোটি ৮১ লাখ টাকায় বিক্রি