ফটিকছড়িতে গৃহবধূ ফাহমিদা আকতার তারিন (২৩) হত্যার সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বোরহান আহমেদ, নাজিরহাট পৌরসভা সভাপতি হোসেন শহীদ জাফর আলম, নাজিরহাট পৌর প্যানেল মেয়র মো. আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, লোকমান হাকিম, মফিজ তালুকদার, সৈয়দ আহমেদ, নিহতের বাবা মো. জাহাঙ্গীর, মো. রোমান, মো. আলমগীর, লোকমান রাসেল, নোমান রাসেল, শাহেদ আলম তানভীর প্রমুখ।
বক্তারা বলেন, ফাহমিদা আকতার তারিন যৌতুকের নির্মম বলীর শিকার। তাকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে। ঘাতকরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তার মরদেহ ঝুঁলিয়ে রেখে তারা বাবার বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় তারিনের মরদেহ সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো অবস্থায় ঝুঁলছে তবে তার দুই পা ছিলো খাটে লাগানো। এটা আত্মহত্যা হতে পারে না। তা পরিকল্পিত হত্যা। বক্তারা অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, নাজিরহাট পৌর এলাকার খাছ মোহাম্মদ তালুকদার বাড়ির নাজিরহাট বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহামিদা আকতার তারিনের ঝুলন্ত মরদেহ গত বুধবার সকাল ১০টা নাগাদ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তার ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।









