ফটিকছড়িতে গাছের চারা বিতরণ কর্মসূচি

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন ও ফটিকছড়ি টাউন ক্লাবের যৌথ উদ্যোগে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা ইউনিয়নের ছৈয়দ ও ছৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তিনশত গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এছাড়া ১৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক আবদুল কাদেরের সভাপতিত্বে এবং লায়ন সেলিম সিকদার ও এডভোকেট সাইফুদ্দীন সোহেলের যৌথ সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন, ফটিকছড়ি টাউন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ তারেকুল আনোয়ার। প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা পরিবেশবিদ প্রফেসর ড. ইদ্রিস আলী।

বিশেষ অতিথি ছিলেন, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ ও রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার। এতে উপস্থিত ছিলেন, রাশেদুল আজম মঞ্জুর, করিম উল্লাহ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্পদ বিবরণী দাখিল না করায় এলএ শাখার সাবেক কানুনগোর দণ্ড
পরবর্তী নিবন্ধরেল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইবেন রনি