ফটিকছড়ি বারমাসিয়া নালিরকুল হযরত খাজা গরীবে নেওয়াজের (র.) ২১তম বার্ষিক ওরশ শরীফ গত শুক্রবার অনুষ্ঠিত হয়। বার্ষিক ওরশ উপলক্ষে মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে বাদে জোহর খতমে কোরআন ও খতমে গাউসিয়া শরীফ, বাদে এশা তবারুক বিতরণ, রাতে কাওয়ালী মাহফিলের আয়োজন করা হয়। নালিরকুল জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ১১নং সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মনছুর, ভূজপুর থানার এসআই মেহের আলি, সুমন সিকদার, মোহাম্মদ মামুন সিকদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওরশ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শুক্কুর সওদাগর, মোহাম্মদ নবী, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ আহম্মদ গনি কালু। উপস্থিত ছিলেন মোহাম্মদ রহিম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ জামাল, মোহাম্মদ জফুর এবং ওরশ এন্তেজামিয়া কমিটির সকল সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।