ফটিকছড়িতে আদর্শ শাপলা ক্লাব গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

 

 

ফটিকছড়ির পাট্টিলাকুল আদর্শ শাপলা ক্লাব গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সি.বি.সি ক্রিকেট একাদশ ৬ উইকেটে সুন্দরপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন আম্পায়ার মো. করিম ও এমদাদ। খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। খেলার উদ্বোধন করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন। মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি রনজিত কুমার ভট্টাচায, রেজাউল করিম তাইজির, মোহাম্মদ সাহেদ হোসেন, মো. আতিফ আলমগীর, মোহাম্মদ ইমদাদ হোসেন, হাফেজ মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াসিফ আহমেদ রাজু।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চন্দ্রঘোনা সকার ক্লাব চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গায় বারোয়ারী ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন