ফটিকছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়নে জেলা পরিষদের বরাদ্দে ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ড. মাহমুদ হাসান সেতু উদ্বোধনকালে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন। অবস্থা বেগতিক হলে দুপুর ২টা নাগাদ তাকে দ্রুত সেখান থেকে নিয়ে এসে নাজিরহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থবোধ করার পর তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি নাসিরাবাদ হাউজিং সোসাইটির ২ নং রোডের নিজ বাসভবনে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানান উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার।