ফটিকছড়িতে অপহৃত কিশোর দুই দিন পর উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে পুলিশ পরিচয়ে অপহৃত কিশোর সাজু ত্রিপুরাকে (১৬) দুই দিন পর পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে ফটিকছড়ি সদর বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়। তার শরীরে নির্যাতনের কিছু চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবার। বর্তমানে তাকে ভূজপুর থানা হেফাজতে রাখা হয়েছে।

গত শনিবার রাত সাড়ে দশটার দিকে রাঙ্গাপানি চা বাগান সংলগ্ন নলুয়াপাড়া থেকে তাদের মুদি দোকান থেকে সাজুকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। ওই রাতে সাজু তার বড় ভাই রাজু ত্রিপুরার সঙ্গে তাদের মুদি দোকানে ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরা একজনসহ ৫/৬ জনের একটি দল একটি সাদা মাইক্রোবাসে করে সেখানে আসেন। তারা সাজুকে একজন আসামির বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে দোকান থেকে বাইরে নিয়ে যান।

সাজু ত্রিপুরার ভাই রাজু ত্রিপুরা বলেন, আমি দোকানের ভেতরে কাজ করছিলাম। আমার ভাইকে ওরা আসামির বাড়ি দেখিয়ে দিতে বলে। ৫ মিনিট পর বাইরে গিয়ে দেখি ওকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। গাড়িটি খুব দ্রুত চলে গেল, আমি কিছু বুঝে ওঠার আগেই।

অপহরণের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সাজুর পরিবারের কাছে একটি নম্বর থেকে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। এ ঘটনায় সাজুর বাবা ভূজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক বলেন, সাজু ত্রিপুরা বর্তমানে আমাদের হেফাজতে আছে। তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। এর পরই বিস্তারিত জানানো হবে।

কিশোরকে উদ্ধারের খবরে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। সাজু কীভাবে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল এবং এই অপহরণের পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

পূর্ববর্তী নিবন্ধজনগণ যেভাবে চাইবে দেশ সেভাবেই পরিচালিত হবে : তারেক
পরবর্তী নিবন্ধমৌচাকে হাসপাতালের বেজমেন্টে গাড়ির ভিতর দুই লাশ