ফটিকছড়ি সাংবাদিক পরিষদ চট্টগ্রামের বার্ষিক সভা

| বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরে কর্মরত ফটিকছড়ির গণমাধ্যমকর্মীদের সংগঠন ফটিকছড়ি সাংবাদিক পরিষদ চট্টগ্রামের বার্ষিক সভা গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী।
সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, শিশু সাহিত্যিক সাংবাদিক বিপুল বড়ুয়া, সিনিয়র সাংবাদিক শতদল বড়ুয়া, ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, তুষার দেব, জাহেদ মোতালেব, আবু মুছা জীবন, মিয়া আলতাফ, মুছলেহ উদ্দিন মোহাম্মদ মামুন, অনুজ দেব বাপু, গোলাম সরোয়ার, সুমন কুমার দেব, বাচ্চু বড়ুয়া, শেখ মোহাম্মদ মোর্শেদ চৌধুরী ও রনি দাশ।
সভায় মহসীন কাজীকে সভাপতি ও মোহাম্মদ ফারুককে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের সন্তানদের এক লাখ টাকা অনুদান
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে চালু হচ্ছে ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার