ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিলে পুকুরে ডুবে জময দুই ভাই, রাবার ড্যামের কুপে ডুবে কলেজ ছাত্র, দাঁতমারায় এলাকায় এক শিশু এবং রাউজানে দুই কন্যাশিশুসহ মোট ছয় জনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়ি প্রতিনিধি জানান, ভূজপুর থানার সুযাবিলে পুকুরে ডুবে মুহাম্মদ ও আহম্মদ নামের ৩ বছর বয়সী দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। গত ২১ জুলাই ঈদের দিন সুয়াবিল ভাঙ্গাদীঘিরপাড় রফিক সিকদার বাড়ির ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই স্থানীয় পূর্ব সুয়াবিল কার্পাস পাড়া মোহাম্মদ তাহেরের জমজ দুই পুত্র। ভূজপুর রাবার ড্যামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত ২২ জুলাই সকাল সাড়ে ১১টায় উপজেলার ভূজপুর হালদা খালের রাবার ড্যামে এ ঘটনা ঘটে। তিনি নগরী কাজীর দেউড়ি রাবেয়া রহমান গলির মোহাম্মদ সেলিমের পুত্র। তিনি ওমরগণি এমইএস কলেজের ছাত্র। জানা যায়, বন্ধুদের সাথে বেড়াতে এসে রাবার ড্যামে ঘুরতে যায় ইব্রাহিমরা। অসাবধানতায় পা পিছলে নদীতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গত ২২ জুলাই সকাল ১১ টায় দাঁতমারা এলাকায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়। শিশুটির নাম প্রতিজ্ঞা এবং বাবার নাম সুমন। সে খেলার ছলে পার্শবর্তী পুকুরে ডুবে মারা যায়। এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছহাব উদ্দিন বলেন, পরিবারের লোকজনের অসর্তকতা এবং সাঁতার না জানার কারণে দুই দিনে পানিতে ডুবে চার জনের মৃত্যু হয়েছে।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, পুকুরের পানিতে ডুবে ৭ বছর বয়সের সাকিবা আকতার (৭) ও ৬ বছর বয়সের আনিসা আকতার নামে দুই চাচাতো-জেঠাতো বোনের মৃত্যু হয়েছে। গত ২২ জুলাই বেলা ১২টায় উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজী পাড়ার চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিশু হুমায়রা বলেন, পুুকুরে গোসল করতে গিয়ে দুইজন খেলার ছলে ধাক্কাধাক্কি করলে একজন পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুও পড়ে যায়। পরে হুমায়রা সাকিবা ও আনিসার বাসায় গিয়ে খবর দিলে স্বজনরা পুকুরে ছুটে যান। সেখানে গিয়ে সাকিবা ও আনিসাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য সাইফু উদ্দিন।