‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম রেজা। সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমবায় অফিসার শহীদ ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ছফি উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, থানার সাব ইন্সপেক্টর সুমন দে, মোহাম্মদ কামরুল হায়দার, অ্যাড. আহম্মদ কবির, আহম্মদ আলী চৌধুরী, সৈয়দা নাসরিন আক্তার, রুহুল আমিন প্রমুখ। এর আগে এক মানববন্ধন উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।












