ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের আইনশৃঙ্খলা বিষয়ক সভা

| শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আসন্ন দেবীপক্ষের শুভ মহালয়া, শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা গতকাল শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহাম্মদ।

অতিথি ছিলেন পরিষদের সহসভাপতি শিমুল ধর, সহসভাপতি গুরুপদ শীল, সহসভাপতি অশোক কুমার চৌধুরী, সহসভাপতি বিধান ভট্টাচার্য, সহসভাপতি রজত পাল, সহসভাপতি লায়ন বরুণ কুমার আচার্য, সহসভাপতি অভিজিৎ পাল, সহসভাপতি প্রভাস দে, সহসভাপতি নিরঞ্জন নাথ মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দে, যুগ্ম সাধারণ সম্পাদক সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব খাস্তগীর, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ শীল। বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত দে সুজন, সাধারণ সম্পাদক উজ্জ্বল শীল, মাস্টার বিকাশ রায়, মাস্টার প্রভাত শীল, রাজিব দত্ত, মিন্টু কুমার দাশ, উজ্জ্বল দে, মেঘনাথ নাথ, প্রচার সম্পাদক অন্তু পাল, দয়াল শীল, রনজিৎ চৌধূরী, সবুজ দাশ, জীব ঘোষ, পিন্টু শীল, দূর্জয় পাল, কনক শর্মা, তপন কান্তি দে, চন্দন দেব রায় প্রমুখ।

এছাড়াও সভায় আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি নূর আহাম্মদ ফটিকছড়ি উপজেলার সবগুলো পূজামণ্ডপে সাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব উদযাপন করার অনুরোধ জানান।

তিনি বলেন, সকল পূজামণ্ডপে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে পূজা করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) : মানব ইতিহাসে শ্রেষ্ঠ দিন
পরবর্তী নিবন্ধআমান বাজারে আমিনুল ইসলাম হাশেমীর ওরশ