ফটিকছড়ির বিএনপি নেতা মোল্লা আজমকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শহিদুল আজম প্রকাশ মোল্লা আজমকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব🙂 মো. আজিম উল্লাহ বাহারকে পত্র দিয়ে বহিষ্কারের বিষয়টি জানায়। গোলাম আকবর খোন্দকার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়, গত ৫ আগস্টের পর থেকে মো. শহিদুল আজম এর বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ এবং পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে থানায় মামলা হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই শহিদুল আজমকে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদসহ দলের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

জানা গেছে, কর্নেল (অব🙂 মো. আজিম উল্লাহ গত ২১ জানুয়ারি গোলাম আকবর খোন্দকার বরাবর পত্র দিয়ে মো. শহিদুল আজমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে দল থেকে বহিষ্কারে অনুরোধ করেন। এতে সুপারিশ করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ছালা উদ্দিন।

মো. আজিম উল্লাহ তার পত্রে দাবি করেন, শহিদুল আজম প্রথম থেকেই মূলধারার রাজনীতির বাইরে অবস্থান নিয়ে চাঁদাবাজি, থানার দালালি, জমি দখলসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থেকে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টিসহ নিজস্ব বলয় সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রেখেছে। গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তার এই সকল অপকর্মের মাত্রা তীব্রতর হয়েছে। ৫ আগস্টের আগে তার অপকর্মের বিরুদ্ধে ৩টি এবং ৫ আগস্টের পর আরো ২টি মামলা হয়েছে। তার মধ্যে একটি মামলার প্রধান আসামি স্বয়ং শেখ হাসিনা। এছাড়া দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ২০২১ সালে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন শহিদুল।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধরেলের জেলা সরঞ্জাম নিয়ন্ত্রককে মারতে গেলেন উচ্চমান সহকারী