ফটিকছড়ির বন্যাদুর্গতদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের খাদ্য সহায়তা

| মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের পরিচালনায় গত রবিবার ফটিকছড়ির ভুজপুরস্থ সিকদার পাড়া, নারায়ণ পাড়ার বন্যাদুর্গত অঞ্চলে খাদ্য ও চিকিৎসা সহযোগিতা প্রদান করা হয়।

ক্লাবের প্রাক্তন সভাপতি ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন রাজিব সিনহার প্রত্যক্ষ তত্ত্বাবধানে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন রেবেকা নাসরীনের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ আইয়ুব, জয়েন্ট সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার ও প্রাক্তন ট্রেজারার লায়ন নূর আকতার জাহান।

ফটিকছড়ির বন্যাদুর্গত জনপদে খাদ্য ও চিকিৎসা সহযোগিতা প্রদান কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও শাহাদাত হোসেন সাইফ ও লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রসি কেমব্রিয়ানের সভাপতি লিও নাজমুল হাসান। অংশগ্রহণ করেন প্রাক্তন সভাপতি লিও রুপালি আক্তার, সহসভাপতি লিও মিনহাজুর রহমান শিহাব, লিও মাহামুদুন নবী, সেক্রেটারি লিও এনামুল হক, অ্যাসোসিয়েট সেক্রেটারি লিও তাসলিমা আখতার রামিসা, অ্যাসোসিয়েট ট্রেজারার লিও জাহেদ উদ্দিন রিপন, লিডারশিপ সেক্রেটারি লিও মোহাম্মদ সাখাওয়াত, সার্ভিস চেয়ারম্যান লিও মারিয়া দিলশাদ, সার্ভিস সেক্রেটারি লিও রাকিবুল মিজান তুর্কি, টেইল টুইস্টার লিও মাজহারুল ইসলাম, সিস্টার কোঅর্ডিনেটর লিও ফারসা তামান্না, লিও রুবায়েত, লিও ফাহাদ উদ্দিন, লিও মাহফুজ, লিও শাহরিয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যাটারি রিকশা বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধবালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে চকরিয়ায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনা