ফটিকছড়ির নানুপুর ও খিরাম ইউপির ভোট আজ

১০ ম্যাজিস্ট্রেটসহ থাকবে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনী

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা খিরাম এবং নানুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ শনিবার। ভোটকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গত কয়েক দিন বিরামহীনভাবে প্রচারণা চালিয়েছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন। এখন কারা পরবেন বিজয়ের মালা, তা নিয়ে চলছে আলোচনা। উপজেলার এ দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭৫ জন প্রার্থী রয়েছেন। ভোটের লড়াইয়ে নানুপুরে চেয়ারম্যান পদে ৪ জন ও খিরামে ৩ জন রয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনি মাঠে মোতায়েন থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি কেন্দ্রেও মোতায়েন থাকবে নির্দিষ্ট সংখ্যক পুলিশ।

এবারের নির্বাচনে খিরাম ইউনিয়নে মোট ভোটার ৮ হাজার ৯৫৫ জন। এতে নারী ভোটার ৪ হাজার ২৫৪ এবং পুরুষ ৪ হাজার ৭০১ জন। এই ইউনিয়নে মোট কেন্দ্র ৯টি। এছাড়া নানুপুর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৫১৪ জন। এতে পুরুষ ভোটার ১১ হাজার ৬৬৫ জন এবং নারী ১০ হাজার জন। এই ইউনিয়নেও মোট ভোট কেন্দ্র থাকবে ৯টি।

গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার অফিস যাবতীয় কার্যক্রম গুছিয়ে নিয়েছে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ইতিমধ্যে রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তারাসহ ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘরে ঘরে রমজানের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধবাহারছড়ায় চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ