ফটিকছড়ির এমপি সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট

আজাদী অনলাইন | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:৫০ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী খাদিজাতুল আনোয়ার সনির সংসদ সদস্য পদ বাতিল ছাড়াও আসনটিতে পুন র্নির্বাচনের জন্য মামলা করা হয়েছে।

একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভান্ডারি এ মামলা করেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ্ আলম অভি জানান, নির্বাচনী হলফনামায় খেলাপি ঋণ সংক্রান্ত অর্থ ঋণ আদালতের মামলাসহ ৮টি ব্যাংক ঋণের তথ্য গোপন করে প্রতারণামূলকভাবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার সনি। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন
পরবর্তী নিবন্ধআদালতে হাজির হয়ে জামিন পেলেন এমপি মহিউদ্দিন বাচ্চু