ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এবং খিরাম এলাকার অবৈধ হচ্ছারঘাট বালুমহলে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ১০ হাজার ঘনফুট বালি, একটি ড্রেজার মেশিন ও দুটি জিপ গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুর। এ সময় সার্বিক সহায়তা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন।
জানা যায়- অভিযান পরিচালনাকালে হচ্ছারঘাট এলাকার দুটি স্থান থেকে ইজারা ছাড়া ও অবৈধভাবে উত্তোলিত আনুমানিক প্রায় ১০ হাজার ঘনফুট বালি, বালি উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও দুটি জিপ গাড়ি জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত বালি স্পট নিলামের মাধ্যমে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের ব্যবস্থা করা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মোজাম্মেল হক চৌধুরী ও এসিল্যান্ড মো: মেজবাহ উদ্দিন।
অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।