বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী পরিষদের সাথে এক মতবিনিময় সভা গতকাল সোমবার উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহরুল হক হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধিদের সাথে ফটিকছড়ি উপজেলার সাধারণ ছাত্রদের আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভাতেও সার্বিক সমন্বয় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, পিআইও আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল–মাদ্রাসা–কলেজের প্রতিনিধি, বিভিন্ন ধর্মের প্রতিনিধি প্রমুখ। সভার শুরুতে ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে ছাত্র প্রতিনিধিরা এবং সকলে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।
আলোচনা শেষে ১২টি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হল : ১. কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্থানীয় পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি কাজ করবে না। ২. আগামী ১৩ আগস্ট থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা আর মাঠে কাজ করবে না। প্রয়োজন হলে রোভার স্কাউটস ও বিএনসিসির সদস্যরা পুলিশকে সহযোগিতা প্রদান করবে। ৩. সকল সরকারি প্রতিষ্ঠান সিটিজেন চার্টার আগামী ৩ দিনের মধ্যে আপডেট করবে এবং কেন্দ্রীয় একটি অভিযোগ বক্স খোলা হবে, যেখানে নাগরিকগণ তাদের অভিযোগ প্রদান করতে পারবেন। ৪. ফটিকছড়ি উপজেলার দুইটি থানাকে দ্রুততম সময়ের মধ্যে ফাংশনাল করার জন্য ছাত্র–জনতা সার্বিক সহযোগিতা করবে। ৫. সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান যাতে নাগরিক সেবা প্রদান করতে পারে সে বিষয়ে সকলে সহযোগিতা করবেন। ৬. স্কুল–কলেজে রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকার সিদ্ধান্ত প্রদান করলে স্থানীয় পর্যায়ে সকলে তা বাস্তবায়ন করবে। ৭. ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে উপজেলা প্রশাসন নিবিড়ভাবে কাজ করবে। ৮. যেকোনো হামলা, চাঁদাবাজি রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসন কাজ করবে। ৯. ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধে ছাত্রদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন কাজ করবে। ১০. বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, এক্ষেত্রে ছাত্র–জনতা নিয়মানুগ সহযোগিতা প্রদান করবে। ১১. শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাক জাতীয় পণ্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ১২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমপ্রীতির বন্ধন বজায় রাখার জন্য আহ্বান জানান ইউএনও।