ফটিকছড়িতে লোকমান হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি রমজান গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ৩:৫৫ অপরাহ্ণ

ফটিকছড়িতে আলোচিত লোকমান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রমজান (৫৫) আলীকে দীর্ঘ ২৯ বছর পর ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

২৭ মে (মঙ্গলবার) সকালে র‍্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর অলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ রমজানকে গ্রেপ্তার করে। সে কাঞ্চননগর মৃত নরুল আলম সওদাগরের ছেলে।

তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মামলা নং-১২(১০)৯৬, ধারাঃ ৩০২/৩৪, দায়রা নং-৯/২০০০, জিআর নং-৯২/৯৬ পেনাল কোড ১৮৬০ মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফিরে পেল মালিকরা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত