ফটিকছড়িতে মাইক্রোবাস উল্টে গিয়ে বিলে, যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে গিয়ে বিলে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্য থেকে মো: জামাল উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) ভোররাত ৪টার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং পেলাগাজী দিঘী মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক গাবরুল এলাকার জলঢাকা উপজেলা এবং নীলফামারী জেলার তবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- গাড়িটি বারৈয়ারহাট হয়ে মাইজভান্ডার দরবার শরীফে আসার সময় এ ঘটনা ঘটে। এসময় গাড়ির ভেতরে থাকা আহত যাত্রীদের তড়িঘড়ি করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো: নুর আহম্মেদ বলেন- সকালে খবর পাওয়ার সাথে সাথে আমাদের টীম ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি। পরে চমেক থেকে বিষয়টি আমাদের জানানো হয়। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আহতদের মধ্য থেকে একজনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় টমটম চালকের লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার 
পরবর্তী নিবন্ধকমলার ঘোষণায় আমদানি করা ১ কোটি ২৫ লাখ সিগারেট জব্দ